মেয়র প্রার্থী মিলনের সিদ্ধান্ত পরিবর্তন
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিলেও সে সিদ্ধান্ত বদল করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বেলা তিনটার দিকে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমকে জানালেও বিকাল ৪টায় সিদ্ধান্ত বদল করে মেয়র পদে নির্বাচনে থাকার কথা জানিয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। তবে বেলা ৪ টায় নির্বাচনে থাকার ঘোষণা দিয়ে জাপা মহাসচিব রাঙ্গা বলেন, দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন নির্বাচন করবে। তার পক্ষে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে নির্দেশ দিচ্ছি। রাঙ্গা বলেন, ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই অংশ নেবে। এ বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন এর পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ। এ ছাড়া উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করতেও নির্দেশ দেন তিনি। নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নেতা-কর্মীদের মাঠে থাকতে বলা হয়েছে। এদিকে জাতীয় পার্টির কো- চেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদার নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে বলেন, ‘দক্ষিণে আমাদের মেয়র প্রার্থী থাকছেন। আমাদের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’ দক্ষিণে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, যে যার মতো নির্বাচন করবে। আমি ভোটে থাকব।’